ফেসবুকে চালু হচ্ছে ‘আনসেন্ড’ ফিচার...

ফেসবুকের ম্যাসেস বা মেসেঞ্জারের মাধ্যমে কাউকে বার্তা পাঠানোর পর ভুল বুঝতে পারলে সেটি ফেরত নিতে পারবেন। অর্থাৎ ভুলে কিছু সেন্ড হয়ে গেলে বা কিছু সেন্ড করার পর সেটা ভুল মনে হলে এটি ফিরিয়ে আনতে পারবে ইউজাররা।

মেসেঞ্জার

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট "দ্য ভার্জে'র এক প্রতিবেদনে বলা হয়েছে, এই বছরের শুরুতে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছিল, তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের পাঠানো কয়েকটি বার্তা তারা গোপনে মুছে ফেলেছে। সাধারণ ব্যবহারকারীদের জন্য কোনো বার্তা পাঠানোর পর তা মুছে ফেলার সুযোগ ছিল না বলে বিষয়টি অনেকের কাছে খটকা লাগে। কেউ যদি ইনবক্সে থেকে পাঠানো কোনো বার্তা মুছে ফেলেন, তবে তা প্রাপকের ইনবক্সে থেকে যায়। এ বছরের এপ্রিল মাসে ফেসবুক কর্তৃপক্ষ জানায়, তারা সবার জন্য ‘আনসেন্ড’ ফিচার আনবে। যাতে ইউজার একটি বার্তা পাঠানোর পর সেটি মুছে ফেললে যার কাছে পাঠানো হবে তার এখান থেকেও মুছে যাবে।
.
বর্তমানে এই সুই সুভিধাটি ফেসবুকে পাওয়া না গেলেও অন্যান্য যোগাযোগ মাধ্যমে পাওয়া যায়।