ফেসবুক হতে টাকা আয় করবেন যেভাবে

গত দুইদিন আগে ফেইসবুক আমাদের দেশে(বাংলাদেশে) বৈধ ভাবে মনিটাইজেশন ইলিজিবল করেছে অর্থাৎ ইউটিউবের মতো কন্টেন্ট তৈরি করে টাকা ইনকাম করার ব্যবস্থা করে দিয়েছে।




ইউটিউবের মতো কন্টেন্ট তৈরি করে ফেইসবুক থেকেও টাকা ইনকাম করা যায় তবে ইউটিউবের চেয়ে ফেইসবুকে মনিটাইজেশন এ্যানাবল হতে পরিশ্রম বেশি করতে হবে কিছুটা। যাইহোক আমাদের দেশে অনেক ভালো ভালো পেইজ আছে যেগুলো অনায়াসে ফেইসবুকে মনিটাইজেশন এ্যানাবল হওয়ার যোগ্যতা রাখে, ইতিমধ্যেই অনেকে সেটা এ্যানাবল করেও ফেলেছেন। কিন্তু সমস্যা দেখা দিয়েছে পেমেন্ট মেথড এ্যাড করা নিয়ে, নো সমস্যা।
যারা এখনো পেমেন্ট মেথড করেন নাই বা করতে পারেন নাই তারা দেখে নিন কিভাবে ফেইসবুক থেকে ডলার পে আউট করবেন। এজন্য প্রথমেই দরকার হবে ট্যাক্স ফর্ম (চিন্তার কিছু নেই আমি নিচে বাইরের দেশের ট্যাক্স ফর্মের কোড দিয়ে দেবো, এটা শুধুমাত্র আমেরিকা এবং ইউরোপের জন্য এবং এদের বাইরে সবার জন্য একই নাম্বার)। এরপর একটি ব্যাংক একাউন্ট (যেটাতে অনলাইন সিস্টেম চালু আছে অর্থাৎ ডলার রিসিভ করতে পারে। আরো একটি কথা, ফেইসবুক ক্রিমিয়া, কিউবা, ইরান, সুদান এবং সিরিয়ার ব্যাংকে আপাতত টাকা পাঠাবে না।
চলুন দেখি কিভাবে ব্যাংক একাউন্ট এ্যাড করা যায়:
1: আপনার ফেইসবুক একাউন্টে সাইন ইন করে সোজা মনিটাইজেশন ম্যানেজারে চলে যান।
2: মনিটাইজেশন সেটিংস থেকে পে-আউট এ ক্লিক করুন।
3: এ্যাড পেমেন্ট একাউন্ট থেকে ক্রিয়েট পেমেন্ট একাউন্ট এ ক্লিক করুন।
4: সেট আপ পেমেন্ট ট্যাব ওপেন হলে কান্ট্রি, বিজনেস টাইপ, কন্টাক্ট ডিটেইলস দিবেন। এরপর একদম নিচে লিগ্যাল ইনফরমেশনে ট্যাক্স আইডি টাইপের জায়গায় আপনি যেহেতু আমেরিকান বাই ইউরোপিয়ান না সেজন্য আদার গভর্নমেন্ট সিলেক্ট করে ভোটার আইডি নাম্বার, পাসপোর্ট নাম্বার অথবা ড্রাইভিং লাইসেন্স নাম্বার যেকোন একটি দিয়ে নেক্সট ক্লিক করুন।
5: পরের যে ট্যাব ওপেন হবে সেটাতে আপনার ব্যাংক ডিটেইলস দিবেন এবং নিচে দুইটা ঘরে টিক চিহ্ন দিন। এরপর লিংক ব্যাংক এ ক্লিক করুন।
6: এখন যে ট্যাব ওপেন হবে এখানে আপনার নাম (এনআইডি কার্ড অনুযায়ী), ফিজিক্যাল এড্রেস (এনআইডি কার্ড অনুযায়ী), জন্ম তারিখ দিয়ে নেক্সট ক্লিক করুন।
7: আমাদের দেশে ট্যাক্স ফর্ম চাওয়ার কথা না। যদি চায় তাহলে W-8BEN (ব্যক্তিগত পেইজের জন্য), W-8BEN-E (কোম্পানির বা ব্যাবসা পেইজের জন্য) এই কোড ব্যবহার করে ট্যাক্স ফর্ম ডাউনলোড করে আপলোড করে দিবেন।
8: সবার শেষে আপনি যদি পে-আউট করার জন্য আরো এডমিন এ্যাড করতে চান তাহলে এ্যাড এডমিন এ ক্লিক করবেন আর না চাইলে ডান এ ক্লিক করে পেমেন্ট মেথড এ্যাড কমপ্লিট করে ফেলবেন।
আশাকরি এটা ফলো করলে খুব সহজেই পেমেন্ট মেথড এ্যাড করতে পারবেন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ, এতো কষ্ট করে পোস্ট টি পড়ার জন্য।
সবশেষে একটি কথা, আমরা সবাই যেন ফেইসবুক মনিটাইজেশন ভালো কাজে ব্যবহার করি। সস্তা জনপ্রিয়তা এবং কিছু টাকা ইনকামের আশায় ইউটিউবের মতো নোংরামি না করি।
হ্যাপি ফেইসবুকিং।
@Copyright: Mazedul Hoque