তুরুস্ক স্কলারশিপের আওতায় তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্ডারগ্র্যাজুয়েট, মাস্টার্স এবং পিএইচডি করা যাবে এবং আন্ডারগ্র্যাজুয়েট লেভেলে বাংলাদেশি শিক্ষার্থীরা মেডিকেল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং সহ আরো অনেক বিষয়ে পড়তে পারবে। সার্চ লিংক এ সার্চ করে এভেইলেবল প্রোগ্রাম এবং তাদের রিকোয়ারমেন্ট দেখা যাবে। যারা ইতিমধ্যে YÖS পরীক্ষা দিয়েছে বা দেয়ার জন্য আবেদন করেছে তারাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে YÖS ভাল স্কোর থাকলে টপ ইঞ্জিনিয়ারিং স্কুলগুলোতে সুযোগ পাওয়ার ভাল সম্ভাবনা থাকবে। স্কলারশিপের জন্য এই সাইট https://turkiyeburslari.gov.tr/ থেকে সঠিকভাবে যাচাই করে নেয়া ভালো।
স্কলারশিপের সুবিধা সমূহঃ
টিউশন ফি সহ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় খরচ (রিসার্চ ফেলোশিপ প্রাপ্তরা ব্যতীত)
একোমোডেশন তথা থাকা সরকারী ব্যবস্থাপনায় বিনামূল্যে। এবং খাবারের একটি বড় অংশ সরকার বহন করে বা ভর্তুকি দেয় (রিসার্চ ফেলোশিপ প্রাপ্তরা ব্যতীত)
প্রথমবার যাওয়া ও পড়ালেখা শেষ করে দেশে ফেরার বিমান টিকেট (রিসার্চ ফেলোশিপ প্রাপ্তরা ব্যতীত)
স্বাস্থ্য বীমা তথা বিনামূল্যে চিকিৎসা সেবা (রিসার্চ ফেলোশিপ প্রাপ্তরা ব্যতীত)
মাসিক সম্মানী ভাতা (আন্ডারগ্র্যাজুয়েটে প্রায় ১০ হাজার টাকা, মাস্টার্সে প্রায় ১৪ হাজার টাকা এবং পিএইচডিতে প্রায় ২১ হাজার টাকা)|
এক বছর মেয়াদী তার্কিশ ভাষা ফ্রি কোর্স।
আবেদন করার যোগ্যতাঃ
আবেদন করার সময় তুরস্কের কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া যাবেনা
আন্ডারগ্র্যাজুয়েটে আবেদন করার ক্ষেত্রে ২১ বছরের নিচে হতে হবে। (১-১-১৯৯৯ এর পরে জন্মগ্রহণকারীরা)
মাস্টার্স প্রোগ্রামের জন্য ৩০ বছরের নিচে হতে হবে। (১-১-১৯৯০এর পরে জন্মগ্রহণকারীরা)
পিএইচডি প্রোগ্রামের জন্য ৩৫ বছরের নিচে হতে হবে। (১-১-১৯৮৫ এর পরে জন্মগ্রহণকারীরা)
আন্ডারগ্র্যাজুয়েটে মেডিসিন, ফার্মেসি এবং এসংক্রান্ত সাবজেক্টে আবেদন করতে এইচএসসিতে ৯০% নাম্বার এবং বাকি অন্যান্য সাবজেক্টে আবেদন করতে এইচএসসিতে ৭০% নাম্বার থাকতে হবে।
মাস্টার্সের ক্ষেত্রে আন্ডারগ্র্যাজুয়েটে ন্যূনতম ৭৫% নাম্বার থাকতে হবে
সর্বশেষ ডিগ্রী সেপ্টেম্বর ২০১৯ এর মধ্যে সম্পন্ন হতে হবে। অর্থাৎ এইচএসসি পরীক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে
আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
সকল পরীক্ষার সার্টিফিকেট.
সকল পরীক্ষার মার্কসিট.
পাসপোর্ট সাইজ ছবি
পাসপোর্ট/ এনআইডি/ জন্মনিবন্ধনের ইংরেজীতে অনুবাদ করা কপি।
IELTS, TOFEL, YÖS, SAT, GRE ইত্যাদির সার্টিফিকেট. (যদি থাকে)
0 Comments