LEDP 2020 সরকারি ফ্রি কোর্স এর বিশাল সুযোগ (গ্রাফিক্স ডিজাইন, ওয়েভ ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং)

Professional Outsourcing Course Learning & Earning Development Project- LEDP



LEDP তে সারা বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ভিত্তিতে ৪০ হাজার প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে একযোগে দেশব্যাপী প্রশিক্ষণার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণার্থী নির্বাচনের জন্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

সতর্কতাঃ রেজিষ্ট্রেশন করার সাথে সাথে ৩০ মিনিটের একটি পরীক্ষার পেজ আসবে। সেখনে ইংরেজীতে MCQ ৩০ টি প্রশ্ন ও চারটি করে উত্তর দেয়া থাকবে। এই প্রশ্নগ্রলোর সঠিক উত্তর দিয়ে পাশ করতে পারলেই এই প্রশিষ্কণটিতে সরাসরি অংশগ্রহণ করা যাবে। রেজিষ্টেশন করার সময় অবশ্যৈই দক্ষ অনলাইন ও ইংরেজিতে এক্সপার্ট লোক দিয়ে রেজিষ্ট্রেশন করান।

Post a Comment

5 Comments

  1. ফাউল একটি সাইট

    ReplyDelete
    Replies
    1. সম্ভবত আপনার কিছু একটা ভুল হয়েছে। আপনার সমস্যাটিরা কথা আমাদের জানান

      Delete
  2. সরি, ফাইন একটি সাইট

    ReplyDelete
  3. Ledp কোনো ট্রেনিং সেন্টার নাই

    ReplyDelete
  4. Ledp কোনো ট্রেনিং সেন্টার নাই

    ReplyDelete