Professional Outsourcing Course Learning & Earning Development Project- LEDP
LEDP তে সারা বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ভিত্তিতে ৪০ হাজার প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে একযোগে দেশব্যাপী প্রশিক্ষণার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণার্থী নির্বাচনের জন্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
LEDP তে সারা বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা ভিত্তিতে ৪০ হাজার প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে একযোগে দেশব্যাপী প্রশিক্ষণার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণার্থী নির্বাচনের জন্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
- প্রশিকষণের ড্যশবোর্ড সাইটঃ http://ledp.ictd.gov.bd/
- রেজিষ্ট্রেশন লিংক ও অনলাইন পরীক্ষা লিংকঃ http://ledp.ictd.gov.bd/registration
- কোর্স গ্রলো সম্পকে বিস্তারিত লিংকঃ http://ledp.ictd.gov.bd/manage_course_material
সতর্কতাঃ রেজিষ্ট্রেশন করার সাথে সাথে ৩০ মিনিটের একটি পরীক্ষার পেজ আসবে। সেখনে ইংরেজীতে MCQ ৩০ টি প্রশ্ন ও চারটি করে উত্তর দেয়া থাকবে। এই প্রশ্নগ্রলোর সঠিক উত্তর দিয়ে পাশ করতে পারলেই এই প্রশিষ্কণটিতে সরাসরি অংশগ্রহণ করা যাবে। রেজিষ্টেশন করার সময় অবশ্যৈই দক্ষ অনলাইন ও ইংরেজিতে এক্সপার্ট লোক দিয়ে রেজিষ্ট্রেশন করান।


5 Comments
ফাউল একটি সাইট
ReplyDeleteসম্ভবত আপনার কিছু একটা ভুল হয়েছে। আপনার সমস্যাটিরা কথা আমাদের জানান
Deleteসরি, ফাইন একটি সাইট
ReplyDeleteLedp কোনো ট্রেনিং সেন্টার নাই
ReplyDeleteLedp কোনো ট্রেনিং সেন্টার নাই
ReplyDelete